ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিডি নিউজ ২৪ টঙ্গী প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২১:২২

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রত্যাহার করা হল।


কমিশনার নাজমুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে চলা-ফেরা করবে এটা সাংবিধানিক অধিকার।”


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা যেন আর মারামারি না করেন, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও