ডিসেম্বরে রপ্তানিতে প্রবৃদ্ধি ১৮%

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

তৈরি পোশাক খাতের অস্থিরতা কাটতে থাকায় রপ্তানি আয়ে স্বস্তির তথ্য এসেছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার জানিয়েছে, গত ডিসেম্বর মাসে বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ শতাংশ।


গণঅভ্যুত্থানে সরকার পতনসহ নানা কারণে অস্থির ২০২৪ সালের শেষ মাসে বাংলাদেশ পণ্য ও সেবা রপ্তানি থেকে ৪৬২ কোটি ৭৪ লাখ ডলার আয় করেছে, যা আগের বছরের ডিসেম্বরের চেয়ে ১৭ দশমিক ৭২ শতাংশ বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রপ্তানি ছিল ৩৯৩ কোটি ডলার।


এর আগে অক্টোবরে ২০ শতাংশ এবং নভেম্বরেও ১৫ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধির তথ্য দিয়েছিল ইপিবি।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের ছয় মাসে বাংলাদেশ ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে। তাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ১৭৪ কোটি ১৯ লাখ ডলার।


দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে গত ডিসেম্বরে ১৭ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৭৭ কোটি ডলার, আগের বছরের একই মাসে যা ৩২১ কোটি ডলার ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও