একাত্তরে ভূমিকা কী ছিল? জামায়াতকে ইঙ্গিত করে রিজভীর প্রশ্ন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

‘নিজেদের আজ দেশপ্রেমিক দাবি করা’ একটি ইসলামিক রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে।


“কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?”


এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের হাতে উপহার তুলে দিতে বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরে এই অনুষ্ঠান হয়। আয়োজক ছিল ‘আমরা বিএনপি পরিবার’।


অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না। রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হত।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও