অর্থহীনের নতুন মুখ এহতেশাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৩
অর্থহীন ব্যান্ডে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট এহতেশাম আলী মঈন।
এই ব্যান্ড দিয়েই সঙ্গীতাঙ্গনে পাকাপাকিভাবে যাত্রা শুরু হল ২৩ বছর বয়সী এই তরুণের।
বিজ্ঞপ্তিতে ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটু জানিয়েছেন, অর্থহীন সব সময় তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করার চেষ্টা করে। সেই রীতি ধরে রাখা হয়েছে এবারেও।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- অর্থহীন ব্যান্ড
- বেজ গিটারিস্ট