চিন্ময়ের জামিন আবেদন জজ আদালতেও নাকচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১২
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়েছে।
তার জামিনের জন্য তার আইনজীবীরা গত ডিসেম্বরে যে আবেদন করেছিলেন, তার ওপর শুনানি শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।”