দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সহায়ক সংস্থা ও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্রে এই দুই সংস্থার ‘সামাজিক-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি এবং ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় মার্কিন ভোটারদের প্রভাবিত করার’ প্রয়াস ছিল।
মার্কিন অর্থ বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ‘‘ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে আমেরিকান জনগণকে বিভক্ত করার চেষ্টা করেছে। আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র।’’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মার্কিন নিষেধাজ্ঞা