বিপিএলে চার ম্যাচে ৭৪ ছক্কা, বিসিবি সভাপতি বললেন, ‘নির্দেশনাটা গুরুত্বপূর্ণ’
উদ্বোধনী ম্যাচে ১৯৭ রান করেও এক দলের হার, দ্বিতীয় ম্যাচে এক দলের স্কোর ১৯১। তৃতীয় ম্যাচেই দুইশ রানের দেখা। চার ম্যাচে ছক্কা ৭৪টি, চার ১০৯টি। এমন ছক্কা-বৃষ্টি আর রানের জোয়ারে বিপিএলের শুরু হয়নি আগে কখনোই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, এবার ভালো ব্যাটিং উইকেট তৈরির জোর নির্দেশনা ছিল তাদের পক্ষ থেকে।
বিপিএলে রানের খরা নিয়ে আলোচনা হয়ে আসছে নিয়মিতই। বিশেষ করে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মন্থর, নিচু বাউন্সের উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয় বলে তুমুল সমালোচনা হয়েছে অনেকবার। উইকেট নিয়ে সমালোচনা করায় একবার মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল তামিম ইকবালকে। বিদেশি ক্রিকেটারদের অনেকেও মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষের কথা বলেছেন অনেকবার।
এবার বিসিবিতে পালাবদলের পথ ধরে সভাপতির দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ফারুক আহমেদ বলেছিলেন, বিপিএলের উইকেটে এবার বিশেষ নজর থাকবে তাদের। সেই দৃষ্টি দেওয়ার প্রতিফলনই যেন পড়ছে আসরের শুরুতে।