টেকনাফে আরও ৮ জনকে অপহরণ, ২ দিনে অপহৃত ২৭
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরো আটজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে মোট ২৭ জনকে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি অটোরিকশা থামিয়ে তাদের অপহরণ করা হয়েছে বলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা জানান।
তিনি বলেন, “চালকসহ অপহরণের ঘটনা শুনে অভিযান চালানো হচ্ছে। কতজন অপহৃত হয়েছেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।”
সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মীসহ ১৮ জন অপহরণের শিকার হন। এরই মধ্যে তাদের জন্য ১৮ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
অপরদিকে রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অপহরণ
- মুক্তিপণ দাবি