'গজ়ব বেইজ্জতি'! রুটি না পেয়ে কনে ফেলে পালাল বর, সেই রাতেই বিয়ে অন্য মেয়েকে
eisamay.com
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
পাতে মনপসন্দ স্ন্যাক্স না থাকায় মনোক্ষুণ্ণ হয়েছিলেন বরযাত্রীরা। পঞ্চায়েত অফিস থেকে তুলে নিয়ে গিয়েছিলেন খোঁদ সচিবজির চেয়ার। জনপ্রিয় সিরিজ় ‘পঞ্চায়েত’-এর সেই চর্চিত দৃশ্যই এ বার বাস্তবে দেখা গেল উত্তরপ্রদেশের চন্দাউলি জেলার হামিদপুর গ্রামে। পাতে রুটি পড়তে দেরি হওয়ায় বরযাত্রী বলে উঠল ‘গজব বেইজ্জতি’। কনেকে মণ্ডপে ফেলে পালিয়ে গেলেন বর। সেই রাতেই বিয়ে করলেন অন্য মেয়েকে। শোরগোল ফেলে দিয়েছে এই ঘটনা।
জানা গিয়েছে, মেহতাব নামে যোগীরাজ্যের ওই বর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে কনের পরিবার। অভিযোগ, কনেকে বিয়ের পোশাকে মণ্ডপে রেখে পালিয়ে গিয়েছেন তাঁরা। বিয়েও করে ফেলেছেন অন্য কাউকে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল