যে সাধু ভাত খান না, বলেন না কথাও
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৩
প্রায় ১০ ফুট মাটির নিচে গোলাকার কৃত্রিম গুহা তৈরি করে বাস করছেন রঞ্জিত সাধু। ২০২০ সাল থেকে এভাবেই বসবাস করছেন তিনি। পূজা অর্চনায় এরই মধ্যে তার কেটে গেছে চারটি বছর। নিঃসঙ্গ, নির্জনে থেকে মহাদেবের সাধনা পালন করতে চান আরও আট বছর।
রঞ্জিত সাধুর বাড়ি নীলফামারীর জলঢাকার দেওনাই নদীর তীরে। একসময় কৃষিকাজের পাশাপাশি মনের টানে ভারতের বিভিন্ন তীর্থস্থান দেখতে যান তিনি। ২০২০ সালের শুরুর দিকে ভারতে সর্বতীর্থ শেষ করে মৌনব্রতের সিদ্ধান্ত নেন রঞ্জিত। দেশে ফিরে বাড়ির পাশের বালু চরে মৌনব্রতে বসেন। মনোবাসনা পূরণ করতে কথা বলাও বন্ধ করে দেন তিনি। নির্জন নদীর ধারে শিব ও মহাদেবের পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করলেও ভাবের আদান প্রদান করেন কাগজে লিখে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল