বিনিয়োগ ও চাকরির জন্য বছরটি ভালো ছিল না

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০০

বছরের শুরুতে জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে মোটাদাগে অর্থনীতিতে তিনটি সমস্যা ছিল। সেগুলো হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা ও আর্থিক খাতের ভঙ্গুরতা। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট নন, বেড়েছে ব্যাংকঋণের সুদের হার। ডিসেম্বরে ডলারের দাম আবার কিছুটা অস্থির হয়েছে। বিনিয়োগের চিত্র আশানুরূপ নয়।


বছরজুড়ে দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে। ব্যবসা সম্প্রসারণও থমকে গেছে। বিদ্যমান পরিপ্রেক্ষেতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছেন না। বিনিয়োগের ওপর এমন নেতিবাচক প্রভাবের কারণে নতুন কর্মসংস্থান সেভাবে সৃষ্টি হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন স্নাতকদের অনেক কম চাকরি দিতে পেরেছে। সব মিলিয়ে চলতি বছরটি বিনিয়োগ ও চাকরির জন্য ভালো ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও