পিসিওএস কেন হয়

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) একটি হরমোনজনিত ব্যাধি, যা সাধারণত প্রজননক্ষম নারীদের মধ্যে দেখা যায়। পলি কথাটির অর্থ ‘অনেক’। তাই পলিসিস্টিক মানে হলো অনেকগুলো সিস্ট। এ রোগে নারীর শরীরে প্রয়োজনীয় হরমোনগুলো ঠিকমতো কাজ করে না। অন্যদিকে, পুরুষ হরমোনের আধিক্য দেখা দেয়।


কেন হয়


পিসিওএসের সঠিক কারণ এখনো পুরোপুরি অজানা। তবে যেসব কারণ এর পেছনে ভূমিকা রাখে, সেগুলো হলো, পুরুষ যৌন হরমোনের (অ্যান্ড্রোজেন) উচ্চমাত্রা, জেনেটিকস বা পারিবারিক ইতিহাস, ইনসুলিন রেসিস্ট্যান্স এবং ওজন বৃদ্ধি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও