বছরের শুরু থেকেই যে সাত উপায়ে টাকা জমাতে পারেন
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৩
খরচবিহীন দিনযাপন
সপ্তাহে অন্তত একটি দিন খরচহীন কাটান। ছুটির দিনটাকে বেছে নিতে পারেন। এই দিনে কোনো অর্থ খরচ করবেন না। বাড়িতে থাকা উপকরণেই দিনটি পার করুন।
কম কিনুন, সস্তায় কিনুন
প্রয়োজন ছাড়া কখনোই কিছু কিনবেন না। পোশাক, ফ্যাশনের অনুষঙ্গসহ বহু জিনিস প্রায়ই কেনার দরকার পড়ে না। যত্ন করে ব্যবহার করলে দিব্যি বহুদিন চলে যায়। আর যখন যা কিনবেন, সেটির জন্যও অতিরিক্ত ব্যয় করবেন না। সুপারশপে আরামে কেনাকাটা করা গেলেও সেখানে খরচ বেশি। অবশ্য মূল্যছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- টাকা জমানো