নতুন সংবিধান প্রণয়নের পর নির্বাচন সিরিয়ায়, সময় লাগবে ৪ বছর

www.ajkerpatrika.com সিরিয়া প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২

সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আবু মোহাম্মদ আল-জোলানি ওরফে আহমেদ আল-শারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। তার আগে, সিরিয়ার জন্য নতুন একটি সংবিধান রচনা করা হবে। এই প্রথম তিনি কিংবা বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠীর কোনো নেতা সম্ভাব্য নির্বাচন নিয়ে কথা বললেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা এই কথা বলেন। তিনি বলেন, ‘একটি নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।’


আল-জোলানি বলেন, ‘নির্বাচন সম্ভবত চার বছর পর অনুষ্ঠিত হবে কারণ একটি নতুন আদমশুমারি পরিচালনা করতে হবে যা দেশে যোগ্য ভোটারদের সংখ্যা নির্ধারণ করবে। কোনো অর্থপূর্ণ নির্বাচনের জন্য একটি ব্যাপক আদমশুমারি চালানো প্রয়োজন।’ তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল যখন দামেস্কের নতুন সরকার প্রতিবেশীদের সঙ্গে দেশে শান্তি-স্থিতিশীলতা নিশ্চিতের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও