আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

যুগান্তর প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৬৫ দশমিক ৮৭ এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৬২ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।



মার্কিন-রাশিয়া শান্তি আলোচনা এবং রাশিয়ার তেল ক্রেতাদের ওপর সম্ভাব্য অর্থনৈতিক চাপ তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা না করে, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।


আন্তর্জাতিক এনার্জি এজেন্সি জানিয়েছে, চলতি ও আগামী বছর বৈশ্বিক তেল সরবরাহের বৃদ্ধি আশা করা হচ্ছে। ওপেক ও সহযোগী দেশগুলো উৎপাদন বাড়াতে পারে, যা বাজারে সরবরাহ বাড়াবে এবং দামকে নিয়ন্ত্রণে রাখবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও