৩ জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন: বদিউল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১০
আগামী মঙ্গলবার সম্ভব না হলেও শুক্রবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
এ কমিশনের প্রধান এ সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করার আগে নতুন নির্বাচন কমিশনের মতামত নিয়েছে।
রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকায় তরুণদের যুক্ত করার বিষয়ে কী সংস্কার প্রয়োজন তা তুলে ধরেছে ইসি।
বদিউল আলম বলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।”
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গত ৩ অক্টোবর আট সদস্যের এ কমিশন গঠন করে।