বিপিএলে অন্যরকম কিছু দেখিনি, কনসার্ট ছাড়া: তামিম

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

এবারের বিপিএল হবে অন্যরকম, টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে থেকেই এমন কথা বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কোনো কিছুতেই ভিন্নতা দেখতে পাননি। ফরচুন বরিশালের অধিনায়কের মতে, বিপিএলে নতুন কিছু করতে হলে কনসার্টে টাকা না ঢেলে বিনিয়োগ করতে হবে ক্রিকেটে।


আগামীকাল সোমবার শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন তামিমরা। দুপুর ১টা ৩০ মিনিটে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল মোকাবিলা করবে দুর্বার রাজশাহীকে।


রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে বরিশালের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তামিম। ক্রিকেট ও বিপিএলের ব্যাপারে এখনও কোনো নতুনত্ব চোখে পড়েনি তার, 'সত্যি কথা বলতে, (এবারের বিপিএলে) অন্যরকম কিছু দেখিনি। কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও