দেশে ফিরেই নেতাকর্মীদের যে বার্তা দিলেন বিএনপি নেতা কায়কোবাদ
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির এই নেতা। শনিবার বেলা সাড়ে ১১টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। দেশে ফিরেই তিনি নেতাকর্মীদের বার্তা দিয়েছেন।
কায়কোবাদ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে, আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আজকে কি ভালো লাগছে- আমার বলার কোনো ভাষা নেই, আমি বুঝতে পারতেছি না কী বলব। আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে শাহাদাতবরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ- বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই দোয়া করি।