সংবিধান কবর দেওয়ার কথায় কষ্ট লাগে: আব্বাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

বাহাত্তরে প্রণিত সংবিধান কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনিপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


রোববার দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, এই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য।


মির্জা আব্বাস বলেন, “একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং ফ্রন্ট লাইনে অংশ গ্রহণ করেছি সামনা-সামনি। আমার সামনে বহু সহযোদ্ধা মারা গেছে। আমার বন্ধুবান্ধব… মোট মারা গেছে প্রায় তিন লক্ষ।


“শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে, এটা কি করছে? এইভাবে কথা বলাটা ঠিক হলো “


৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগকে ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা ও ১৯৭২ সালের ‘মুজিববাদী’ সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।


রোববার বাংলামোটরে সংগঠনটির ক্দ্রেীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ এর মাধ্যমে এটা করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও