You have reached your daily news limit

Please log in to continue


র‍্যাপ গানের জোয়ার, ছন্দে সিনেমার গান

আন্দোলনের বছরেও ঢাকার সংগীতাঙ্গন সরব ছিল। আন্দোলনের সময় একের পর এক র‍্যাপ গান শ্রোতাদের মনে উন্মাদনা ছড়িয়েছে; আন্দোলনকে কেন্দ্র করেই সাধারণ শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বলা চলে, বছরটা র‍্যাপ গানের স্বীকৃতিরও বছর।

বিশেষ করে সেজানের ‘কথা ক’ থেকে হান্নানের ‘আওয়াজ উডা’ মানুষের মুখে মুখে ফিরেছে, ফিরছে। অথচ এত দিন র‍্যাপ গানকে পশ্চিমা সংস্কৃতি তকমা দিয়ে কান ফিরিয়ে নিয়েছেন সাধারণ শ্রোতারা।

কেন র‍্যাপ গান সাধারণ শ্রোতারা গ্রহণ করেছেন, তা নিয়ে প্রথম আলোয় এক নিবন্ধে র‍্যাপার সেজান লিখেছেন, ‘নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা গানে পেলে সেটার মধ্যে শ্রোতারা নিজেকে খুঁজে পায়। দেশের সবাই তখন একই রকম সংকটের মধ্যে ছিল। গানে ওটা নিয়ে কথা বলেছি, ফলে সবাই গানের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে।’

সেজানের ভাষ্য, ‘র‍্যাপ গান বাইরের সংস্কৃতি, সবাই ভালো চোখে দেখে না; অনেকে নাক সিঁটকায় যে গানে এগুলো কী বলছে! শ্রোতারা তখন বুঝেছে, এটা শুধু হাসিতামাশা নয়; আমাদের কথাই বলছে। আমরা বিভিন্ন বিষয়ে গান করি। এটা এমন একটা বিষয় ছিল, যেটা সারা দেশের মানুষের ভালো লেগেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন