জিশান, হাবিবুর, আকবর—এবারের বিপিএলে না হলে আর কবে
এবার না হলে আর কবে!
বয়স ২৫। আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। এবারের বিপিএলের ওয়ার্মআপ টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বোলারদের বেধড়ক পিটিয়ে গা ভালোই গরম করেছেন।
হাবিবুর রহমান সোহান যদি এবার বিপিএলে চমক না দেখান, তাহলে কবে দেখাবেন? শুধু হাবিবুর নয়, জিশান-আরিফুলদের জন্যও এবারের বিপিএল দারুণ এক মঞ্চ।হাবিবুরের মতো তাঁদেরও জাতীয় ক্রিকেট লিগ কেটেছে দুর্দান্ত।
এনসিএলে ২০ বছর বয়সী জিশানের নামটা একটা জায়গায় সবার ওপরে ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি লাগে, সেই ছক্কা জিশান মারেন ২২টি। সেটাও মাত্র ৭ ম্যাচ খেলে। ৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি—জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন সিলেটের হয়ে। রান করেন ২৮১, তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তাঁর ১৫৮.৭৫ স্ট্রাইক রেট। এই টুর্নামেন্টে আর কোনো ব্যাটসম্যান ১৭টির বেশি ছক্কা মারতে পারেননি। দেখা যাক, দুর্বার রাজশাহীর হয়ে জিশান বিপিএল কতটি ছক্কা মারতে পারেন?