শিশুর প্রথম স্কুলে ভর্তির জন্য সঠিক বয়স কোনটি
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩১
প্রথমবার সন্তানকে স্কুলে দেবেন, এমন বাবা–মায়েদের চিন্তার যেন শেষ নেই। দেরি হয়ে গেল কি না, কিংবা এত জলদি দেবেন কি না, কোন স্কুল ভালো হবে, কেমন ধারার শিক্ষাব্যবস্থায় স্কুলিং শুরু করবেন—এসব নিয়ে ভাবতে ভাবতেই দিন কেটে যায়।
শিশুর জন্য স্কুলে ভর্তির সঠিক সময় আসলে কোনটি।
একটা সময় ছিল যখন আমাদের দেশে অন্তত ছয় বছরের আগে শিশুকে স্কুলে ভর্তির কথা ভাবাই হতো না। কিন্তু এখন আড়াই বছরের শিশুরাও গুটি গুটি পায়ে স্কুলে চলে যাচ্ছে। হয়তো সে ঠিকঠাক কথা বলাই শেখেনি, জানে না সামাজিকতার ‘স’-ও; তারপরও তাকে অভিভাবকেরা ভর্তি করছেন। কারণ তা না হলে, শিশু পিছিয়ে পড়বে।