নিরাপদ ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় না হলে কীভাবে তা বৈশ্বিক মানের হবে
আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতি কেমন? আমরা কি আসলে প্রতিষ্ঠানগুলোয় শিক্ষা-সংস্কৃতি গড়ে তুলতে পেরেছি? আমাদের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়, যা তাদের বিকাশে বাধা সৃষ্টি করে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরো বেশি নমনীয় হওয়া উচিত। শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে স্বাধীনতা থাকা আবশ্যক।
এর জন্য সর্বপ্রথম ইউজিসি ও অন্যান্য উচ্চতর কর্তৃপক্ষের বাধা থেকে মুক্ত হতে হবে। ইউজিসি কারিকুলাম পর্যবেক্ষণ করবে, সেটা ঠিক আছে। কিন্তু কারিকুলাম উন্নয়ন ও বাস্তবায়নে স্বাধীনতা দেয়া দরকার। আমাদের দেশে একটি কোর্স অনুমোদনের জন্য পাঠানো হলে এটি কার্যকর হতে বছরের পর বছর সময় লেগে যায়। তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আন্তর্জাতিক মানে উন্নীত হবে? বৈশ্বিক পর্যায়ে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেরই নিজস্ব কারিকুলাম বাস্তবায়নের সুযোগ আছে, যখনই তারা চায়।
- ট্যাগ:
- মতামত
- উচ্চ শিক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠান