প্লান্টার ফাসাইটিস কী, কেন হয়
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
প্লান্টার ফাসা হলো পায়ের পাতার নিচে অবস্থিত একধরনের মোটা ব্যান্ড বা পর্দা। এর মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত থাকে। ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হলে বা এতে প্রদাহ হলে তাকে বলে প্লান্টার ফাসাইটিস। এমন প্রদাহ হলে দেখবেন, গোড়ালিতে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না। পায়ের পাতায় ভর করে দাঁড়ালে মনে হয় যেন কাঁটা বিঁধছে।
পায়ের নিচের দিকে গোড়ালিতে মূলত ব্যথা বেশি হয়। কয়েক কদম কষ্ট করে হাঁটার পর ব্যথা কমে আসে। তবে হাঁটাচলা, দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা বেড়ে যেতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্লান্টার ফাসা