![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2024/12/25/deed70cee385a9484234667417f07a48-676c3d4ecd5de.jpg?jadewits_media_id=85148)
ডিস্ক প্রোলাপ্সজনিত কোমর ব্যথা
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭
ডিস্ক প্রোলাপ্সজনিত কোমর ব্যথা (PLID) খুব সাধারণ সমস্যা। কোমর ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কোমর ব্যথা অনেক কারণে হয়ে থাকে, তবে PLID-জনিত কোমর ব্যথাই সবচেয়ে বেশি।
গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগেরও বেশি কোমর ব্যথার মূল কারণ হলো PLID. PLID মানে প্রোলাপ্স লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক। অর্থাৎ আমাদের পিঠ বা কোমরে অনেক ছোট-বড় হাড় আছে, যা কশেরুকা বা ভাট্রিবা বলি। এই ভাট্রিবাগুলোর মাঝখানে এক ধরনের কার্টিলেজ থাকে। যা শক্ত না আবার নরমও না, অনেকটা পিচ্ছিল ও জেলি টাইপের হয়ে থাকে, যাকে আমরা ডিস্ক বলি।