সরকারকে বিষয়টি বিবেচনায় নিতে হবে

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩১

মঙ্গলবার ২৪ ডিসেম্বর একটি দৈনিকে শিরোনাম ছিল, ‘কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ’। কোথায়, কিসের কক্ষে রক্তাক্ত দেহগুলো পড়ে ছিল? সংবাদপত্রের খবর থেকে জানা যায়, মেঘনায় একটি মালবাহী জাহাজে সাতজন জাহাজকর্মীর রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। এই সাতজনের মধ্যে পাঁচজনকে জাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।



নোঙর করা জাহাজের কর্মীদের হত্যার বীভৎসতার খবর দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হওয়ার আগে জানা গেছে ইলেকট্রনিক মিডিয়া থেকে। একইসঙ্গে সামাজিক মাধ্যমেও এ হত্যাকাণ্ডের খবর প্রচারিত হয়। খবর শুনে অনেকেই ভীতসন্ত্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এমন নারকীয় হত্যাযজ্ঞের খবর দেখতে হবে তার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। বাংলাদেশে সাধারণ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে না। ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন-খারাবি, সংঘাত-সংঘর্ষ এদেশে নিত্যদিনের ঘটনা। যে কোনো দিনের সংবাদপত্র পড়ে দেখলে দেখা যাবে, বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও