![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/saiful-hosen-20241226100401.jpg)
সুখী হওয়ার জন্য জীবনে কত টাকার প্রয়োজন
টাকা আর সুখের মধ্যে সম্পর্ক নিয়ে যুগে যুগে বিতর্ক চলছে। আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে— "Money cannot buy happiness" অর্থাৎ টাকা দিয়ে সুখ কেনা যায় না। কথাটি কতটা সত্য, কতটা মিথ্যা, নাকি আংশিক সত্য, তা আসলে নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং জীবনের পরিস্থিতির উপর। একটি জিনিস পরিষ্কার—টাকা না থাকলে জীবনে অসুখের মাত্রা এতটাই বেড়ে যায় যে সুখের প্রশ্নই আসে না।
সুখের সংজ্ঞা প্রতিটি মানুষের কাছে ভিন্ন। কেউ মনে করেন অর্থনৈতিক নিরাপত্তাই সুখ, আবার কেউ মনে করেন পরিবারের ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক শান্তিই সুখের মূল উপাদান। তবে একটি বিষয় স্পষ্ট, জীবনের বেসিক প্রয়োজনগুলো পূরণ করতে যে টাকার প্রয়োজন, তার অভাব হলে মানুষ সুখী হতে পারে না।
- ট্যাগ:
- মতামত
- পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য
- সুখী