স্ত্রী-সন্তান গোপন রেখে বিয়ে, বদলি হয়েই পল্টি এএসআইয়ের
স্ত্রী-সন্তান থাকতেও কলেজছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। সম্প্রতি অন্য থানায় বদলি হয়ে যাওয়ার পরই ওই কলেজছাত্রীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন জাহাঙ্গীর। টাঙ্গাইলের নাগরপুর থানা থেকে বদলি হয়ে বর্তমানে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় কর্মরত রয়েছেন তিনি।
চলতি বছরের ৬ জুন ১৫ লাখ টাকার দেনমোহরে ঢাকার রায় সাহেব বাজারের কাজী মাওলানা মো. সাদেক উল্যাহ ভুইয়া তাদের বিয়ের রেজিস্ট্রি করেন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাজাখানের মেয়ে ও করটিয়া সাদত কলেজের শিক্ষার্থী রিয়া আক্তারকে বিয়ে করেন তৎকালীন নাগরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই- বিপি নং- ৮৩০/৩০৯১৭৬২) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বলদিঘাট এলাকার সাহাব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম। এ ঘটনায় টাঙ্গাইল পুলিশ সুপার, ফরিদপুর পুলিশ সুপার ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ওই তরুণী। পরে টাঙ্গাইল আদালতে যৌতুক ও নারী নির্যাতন আইনে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর আলাদা একটি লিখিত অভিযোগ করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতারণা
- কলেজছাত্রী
- এএসআই