You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বরফ শীতল হয়ে ওঠে রাত

পঞ্চগড়ে সূর্যাস্তের পর থেকে উত্তরের হিম বাতাসে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাত বাড়তে থাকলে বাড়তে থাকে শীত। তৃতীয় দফায় উত্তরের শীতের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকালে রোদ থাকায় হ্রাস পেতে থাকে শীত। দিনে রাতে দুই রকম তাপমাত্রার কারণে বৃদ্ধি পেয়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধির প্রবণতা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুইদিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

সকালে স্থানীয়রা জানাচ্ছেন, ভোরেই দেখা মেলে ঝলমলে রোদ। কিন্তু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কনকনে শীতের মাত্রা বেশি হয়ে থাকে। রাত গভীর হওয়ার সাথে সাথে তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন