সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা দেবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার স্পেস (অনলাইন জগৎ) যেমন সবার জন্য সুরক্ষিত হবে, একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা পাবে।


রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করা হয়। পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নতুন আইনের মাধ্যমে গণমাধ্যম বা মতপ্রকাশের স্বাধীনতা কতটুকু নিশ্চিত থাকবে?


জবাবে প্রেস সচিব বলেন, এটা কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে না। আগে সাইবার নিরাপত্তা আইনে যেসব বিতর্কিত ধারা ছিল, তার সব কটি বাদ দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও