নির্বাচন অতিসত্বর হওয়া দরকার : আমীর খসরু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার তত দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংসদ ও সরকারের মাধ্যমে এটা করতে হবে।’


আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের (একাংশ) বৈঠক শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।


লিয়াজোঁ কমিটির বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় বিগত সময় আন্দোলন করেছি। স্বৈরাচারকে পরাজিত করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বাকি আছে ৩১ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। সে বিষয়ে আলোচনা করেছি এবং জনগণের কাছে নিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারাও একই কাজ করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও