
আঞ্চলিক দলগুলোর নিবন্ধনে শর্ত শিথিল চায় ইউপিডিএফ
আঞ্চলিক দলগুলোর নিবন্ধনের জন্য বিদ্যমান শর্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটির সংগঠক মাইকেল চাকমা বলেন, ‘নির্বাচন কমিশনের শর্তের কারণে ইউপিডিএফের নিবন্ধন পাওয়া সম্ভব না। তাই আঞ্চলিক দলের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখার জন্য বলেছি।’
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মাইকেল চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মাইকেল চাকমা বলেন, ‘দেশে নতুন সংবিধান প্রণয়ন কিংবা সংস্কারের প্রক্রিয়া চলমান। এই প্রক্রিয়ায় একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সবাই।’ তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না।’