দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। একটি সেমিফাইনাল ও ফাইনালও দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে যদি ভারত সে পর্যন্ত উঠতে পারে। আজ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।


আইসিসি জানিয়েছে, ‘সেমিফাইনাল ১ এ ভারত থাকবে, যদি তারা উঠতে পারে’ এবং অনুষ্ঠিত হবে দুবাইয়ে। একইভাবে ‘সেমিফাইনাল ২ এ থাকবে পাকিস্তান, যদি তারা উঠতে পারে’ যেটা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। আইসিসির চূড়ান্ত সূচিতে ফাইনাল ম্যাচের ভেন্যু লাহোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও