![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-23%252Fenbn2o5j%252Fu4973946237frontoffridgedoorwithgiftmagnetsandchristmaa1314eb8-2116-484c-8815-beea2fd88d06.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ফ্রিজেও থাকুক উৎসবের আবহ
অনেক বাসায় দেখা যায়, উৎসব আয়োজনে ঘর সাজানোর ধুম পড়ে গেছে, অথচ অন্দরসজ্জার অন্যতম অনুষঙ্গ ফ্রিজটির দিকে কারও নজরই নেই, আগের মতোই ঘরের এক কোণে অবহেলায় সেটি পড়ে আছে। অথচ ফ্রিজের সুন্দর পরিপাটি উপস্থাপন আপনার অন্দরসাজে যোগ করতে পারে বাড়তি মাত্রা।
সাধারণত আমাদের দেশে তিনটি কালার টোনের ফ্রিজ বেশি দেখা যায়। লাইট গ্রে, অফ হোয়াইট এবং ব্ল্যাক। নতুন ডিজাইনের ফ্রিজগুলোতে অ্যাক্রিলিক ঘরানার রঙের ব্যবহার হয়ে থাকে। যে কারণে স্বাভাবিকভাবেই ফ্রিজগুলো চকচকে হয়ে থাকে। এ ধরনের ফ্রিজ একটু ডেকোরেটিভ করে তুললেই ঘরের সাজ বদলে যায়।
অপর দিকে যাঁদের ফ্রিজ একটু পুরোনো, তাঁদেরগুলো সাজানোর জন্য আছে অন্য কৌশল। এই যেমন ফ্রিজে আঠাযুক্ত স্টিকার ব্যবহার করতে পারেন বলে জানালেন সৃষ্টি আর্কিটেকচারের স্থপতি তাসনিম কবির। এই স্থপতি আরও জানালেন, খুব ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু ঘরের ফ্রিজটিকে সাজিয়ে তোলা যায়।