![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024December/flyingtaxi-archeraviation-241224-01-1735039527.jpg)
বিশ্বের প্রথম উড়ুক্কু ট্যাক্সি সার্ভিস আসছে আবুধাবিতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
বিশ্বে প্রথমবারের মতো উড়ুক্কু ট্যাক্সি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ সালের শেষের দিকে প্রথম শহর হিসেবে আবুধাবিতে এ পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে দেশটির।
এ পরিষেবার আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারক্রাফট কোম্পানি ‘আর্চার এভিয়েশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নির্মিত বিদ্যুচ্চালিত ‘টেকঅফ-অ্যান্ড-ল্যান্ডিং বা ইভিটিওএল’ উড়ুক্কু ট্যাক্সির বহর দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
পরিকল্পনা সফল হলে কোম্পানিটির ‘মিডনাইট’ নামের উড়ুক্কু ট্যাক্সি আবুধাবির আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ‘ভার্টিপোর্ট’ থেকে উড্ডয়ন বা অবতরণ করবে। ‘ভার্টিপোর্ট’ হচ্ছে এ ধরনের ট্যাক্সির এয়ারপোর্ট। চারজন যাত্রী নিয়ে পরিবহন করবে এসব উড়ুক্কু ট্যাক্সি, যা যাত্রার সময় কমিয়ে দেবে ৮০ শতাংশ পর্যন্ত।