ব্রাহ্মণবাড়িয়ায় লোমহর্ষক ঘটনা: পুকুরে পাওয়া গেল মাথা, তরুণী নয় নিহত নারী মধ্যবয়সী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘর থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অবশেষে মিলেছে সেই নারীর মাথা। আজ দুপুরে যুবলীগ নেতার বাড়ির পাশের এক পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে।


এদিকে মাথা দেখে নারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রথমে তরুণীর মরদেহ হিসেবে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই নারী হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। এ ঘটনায় আটক তরুণ ভোরবেলা তাকে ডেকে নিয়ে যান। তবে কী কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।


এর আগে সকালে যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘরে মাথাবিহীন মরদেহ উদ্ধারের সময় সন্দেহভাজন হত্যাকারী মরদেহটি পোড়াচ্ছিল। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও