প্রতিবেশীর এ কেমন আচরণ!
আমাদের এক বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের তথ্যসন্ত্রাস এবং বিভিন্ন ক্ষেত্রে সে দেশের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা, তদুপরি সে দেশ থেকে যখন খাদ্যপণ্য সরবরাহ বন্ধের মাধ্যমে এ দেশের প্রায় ১৮ কোটি মানুষকে ক্ষুধার্থ ও না খাইয়ে মারার হুমকি দেওয়া হয়- তাকে খাটো করে দেখলে চলবে কি?
সে দেশের সরকার যাই বলুক না কেন, এর কোনো শক্ত প্রতিবাদ বা প্রতিকার না করাটাই অনেকের জন্য ভয়ের কারণ। সে ভয় আরও বাড়িয়ে দেয়, যখন দেখি, বেশ কদিন সীমান্তে খাদ্যদ্রব্য পরিবহণ আটক করে রাখা হয়। হাসপাতালগুলোয় রোগীদের চিকিৎসা না দেওয়ার ডঙ্কা বাজানো হয় কিংবা হোটেল থেকে বাংলাদেশিদের বের করে দেওয়া হয়।