সেঞ্চুরির নতুন ইতিহাসে জ্যোতির পাশে ফারজানা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯

বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে দুটি সেঞ্চুরির সাক্ষী হলো রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন নিগার সুলতানা। এর কয়েক ঘণ্টা পরেই উত্তরাঞ্চলের ফারজানা হক দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে জায়গা করে নেন নিগারের পাশে।  


প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হওয়ায় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেন ফারজানা।

তবে দ্বিতীয় ইনিংসে তিনি সেই আক্ষেপ ঘোচান। 


নিগার ও ফারজানার এই পারফরম্যান্স ফিরিয়ে এনেছে ২০১৯ সালের ৫ ডিসেম্বরের স্মৃতি। সেদিন নেপালের পোখারায় এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন নিগার। কিছুক্ষণ পরেই সেঞ্চুরি করে তার পাশে জায়গা নেন ফারজানা।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও