চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রুট, নেই স্টোকস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

জো রুট ও বেন স্টোকসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে গত মাসেই অনিশ্চয়তার কথা বলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটসম্যান রুটের ওপর ভরসা রেখেছে ইংলিশরা। তাকে ফিরিয়ে ভারত সফর ও আসছে আইসিসি টুর্নামেন্টের ওয়ানডে দল সাজিয়েছে তারা।


রোববার ঘোষিত ১৫ সদস্যের দলে অবশ্য জায়গা হয়নি স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার ভুগছেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। গত সপ্তাহে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানে পরাজিত হ্যামিল্টন টেস্টে এই চোট পান তিনি।


৩৪ ছুঁইছুঁই বয়সের রুট চলতি বছর শেষ করছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে। সাদা পোশাকের সংস্করণে ২০২৪ সালে ৬ সেঞ্চুরি ও ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যানকে এবার রঙিন পোশাকের দলে ফেরালেন ইংল্যান্ডের সাদা বলেরও কোচের দায়িত্ব পাওয়া ব্রেন্ডন ম্যাককালাম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও