![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/12/22/gazipur_fire.jpg)
শ্রীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাংনাহাটি মোল্লাপাড়া এম অ্যান্ড ইউ টাইমস কারখানায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে, ডাম্পিং চলছে।
তিনি বলেন, 'কারখানার ভেতর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।'
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার রোকসানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত জাকির হেসেন, খোকন মিয়া ও রনিকে ঢাকায় পাঠানো হয়েছে। আরো দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।'