ভাঁজ করতে কিংবা পা ছড়াতে গেলেই হাঁটুতে ‘কটকট’ শব্দ হয়? এটি বাতের লক্ষণ নয় তো?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪

উঠতে কিংবা বসতে গেলেই হাড়ে ‘কটকট’, ‘মটমট’ করে শব্দ হচ্ছে?


পা কিংবা হাতের আঙুলের গাঁট মটকালে এমন আওয়াজ হতে পারে। কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে কিংবা পা ছড়িয়ে উঠতে গেলেও যদি এমন শব্দ হয়, সে ক্ষেত্রে চিন্তার কোনও কারণ রয়েছে কি? অনেকেই মনে করেন এটি বাতের পূর্বলক্ষণ। তা-ও কি সঠিক?


দিল্লির এক বেসরকারি হাসপাতালে কর্মরত হাড়ের রোগের চিকিৎসক আশিস আচার্য বলেন, “এ নিতান্তই সাধারণ ঘটনা। তবে বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ক্রেপিটাস’ বলা হয়।” তবে শুধু হাঁটু নয়, অস্থিসন্ধি রয়েছে এমন যে কোনও অঙ্গ সঞ্চালনার সময়ে ‘মটমট’ করে শব্দ হতে পারে। আবার, কার্টিলেজ কিংবা লিগামেন্টের সমস্যা থাকলেও এই ধরনের আওয়াজ হয়।


হাঁটুর এই ‘কটকট’ আওয়াজ কি বাতের পূর্বলক্ষণ?


উঠতে-বসতে হাঁটুতে কটকট আওয়াজ কিন্তু বাতের লক্ষণ হতে পারে। তবে তা সাধারণ বাত নয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘অস্টিয়োআর্থ্রাইটিস’ বলা হয়। এই রোগে আক্রান্ত হলে হাঁটুর অস্থিসন্ধিতে থাকা কার্টিলেজটি ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে। তবে চিকিৎসকেরা বলছেন, হাঁটুতে আওয়াজ হওয়ার মানেই যে আর্থ্রাইটিস, এমন বদ্ধমূল ধারণা পোষণ করার প্রয়োজন নেই। ‘জার্নাল অফ অর্থপেডিক’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, হাঁটু ভাঁজ করার সময়ে ক্রমাগত ‘কটকট’ শব্দ, সঙ্গে তীব্র যন্ত্রণা হলে তা অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও