রাহাত ফতেহ আলী খান ঢাকায়, মঞ্চে উঠবেন রাত ৮টায়

প্রথম আলো আর্মি স্টেডিয়াম, ঢাকা প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে ঢাকায় নেমেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।


জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।


কনসার্টের অন্যতম আয়োজক সাদেকুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহাত ফতেহ আলী খান। বিমানবন্দর থেকে রাত ১টার দিকে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি। আজ রাত ৮টার দিকে আর্মি স্টেডিয়ামে গাইতে উঠবেন তিনি।


রাহাত ফতেহ আলী ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে।


আয়োজকেরা জানান, এই কনসার্ট থেকে আয় হওয়া অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও