এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

আফগানিস্তানের বিপক্ষে গত নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে ৪০ দিন পর ফিজ মাঠে ফিরছেন। ‍খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কথা রয়েছে এই বাঁ-হাতি পেসারের।


এনসিএল টি-টোয়েন্টির আর মাত্র তিন ম্যাচ বাকি। যার প্রথম কোয়ালিফায়ার হচ্ছে আজ (শনিবার)। এর আগে এদিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা ও চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে খুলনা। নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।


আগামীকাল (রোববার) দুপুর সোয়া ১টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে এনসিএল টি-টোয়েন্টির প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা। ফিজের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও