তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত ১৪

প্রথম আলো ইসরায়েল প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৮

ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। আজ শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।


ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।

এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা বলেছে,  এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।


গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও