
জঙ্গি থেকে সিরিয়ার প্রেসিডেন্ট, তাঁর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
আহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্বে এখন আরও বেশি সক্রিয় হবেন শারা। বৈঠকে ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল ও শান্তি বজায় রাখতে সফল হবে।’
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’ এ সময় তিনি আহমেদ আল-শারারও প্রশংসা করেন।