You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে উপেক্ষিত ইসরায়েল, কী বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন একটি ‘স্বপ্ন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি চান রিয়াদ যেন তাদের ‘সুবিধাজনক সময়ে’ এটি করে।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস সৌদি আরবের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার মধ্যে ইসরায়েলের কোনো উল্লেখ নেই।

বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ‘স্বাভাবিকীকরণ’ প্রক্রিয়াটি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের আঞ্চলিক নীতির প্রধান লক্ষ্য ছিল। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মনোযোগ অন্য দিকে সরিয়ে নিচ্ছেন।

অ্যারাব গালফ স্টেট ইনস্টিটিউটের অনাবাসিক ফেলো আনা জ্যাকবস এ বিষয়ে আল-জাজিরাকে বলেন, ‘ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা সৌদি-ইসরায়েল স্বাভাবিকীকরণের পূর্বশর্ত ছাড়াই সৌদি আরবের সঙ্গে মূল চুক্তিগুলোতে এগিয়ে নিতে ইচ্ছুক। এটি সম্ভবত গাজাসহ পুরো অঞ্চলে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের প্রতি ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন।’

বেকার ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক ফেলো ক্রিশ্চিয়ান কোটস উলরিশসেনও বলেছেন, গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েলের আলোচনায় অস্বীকৃতির কারণে ট্রাম্প বুঝতে পেরেছেন যে, বাইডেন বারবার জোর দিলেও সৌদি-ইসরায়েল চুক্তির ‘সঠিক সময়’ এটি নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন