You have reached your daily news limit

Please log in to continue


সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে; কাল ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি কিছু হবে না।

“আকাশে মেঘ থাকার কারণে আজকে দিনের তাপমাত্রা কমবে, কালকেও কম থাকবে। তবে শৈত্যপ্রবাহের দেরি আছে।"

আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ ৭ মিলিমিটার এবং ভোলা, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে কম-বেশি বৃষ্টি হয়েছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নথিবদ্ধ হয়েছে বলে জানান আবহাওয়াবিদ বজলুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন