হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


আজ শুক্রবার (২০  ডিসেম্বর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী  দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সে জুলুম করা হয়নি।

কিন্তু আমরা আগেই বলেছি, আল্লাহ তায়ালা আমাদের ক্ষমতায় আনলে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না। আমরা বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও