অর্থ পাচার দুর্নীতিগ্রস্তরাই করে : আইসিবি চেয়ারম্যান
সৎভাবে যারা ব্যবসা করে, চাকরি করে তারা অর্থ পাচার করে না বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেছেন, অর্থ পাচার তারাই করে যারা দুর্নীতিগ্রস্ত, লুটের, যাদের ব্যাংক ডাকাতি করতে সুযোগ করে দেওয়া হয়েছিল।
শুক্রবার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
আবু আহমেদ বলেন, আমরা আমাদের দেশ থেকে অর্থ পাচার কমিয়ে রাখতে পারি, তবে শূন্যের কোঠায় আনতে পারব সেটা বলবো না। ঘুষ খাওয়া ও লুটেরা দল সৃষ্টি থেকে বিরত থাকতে পারি। যারা ব্যাংক ডাকাতি করত, তাদের মতো গোষ্ঠী আমরা এখানে আর দেখতে চাই না। তাহলে কিন্তু অর্থ পাচার তেমন হবে না।
তিনি বলেন, যখন এ দেশ থেকে মুদ্রা পাচার হতো লাখ-কোটিতে, তখন তো আমাদের বাংলাদেশের টাকা নিয়ে যায়নি। তারা আমাদের ডলারগুলো নিয়েছে। বিদেশের যেসব কালেক্টিং বুথ আছে, এজেন্ট তাদের কাছ থেকে নিয়েছে। এখানেও তাদের এজেন্ট আছে। তারা ব্যাংক লুট করেছে আর ডলারে কনভার্ট করে টাকাগুলো নিয়ে গেছে। যেগুলো আমাদের দেশে আসতো।