বিদেশি বিনিয়োগ বনাম পুরোনো সুবিধাভোগী, নিয়ন্ত্রণ কার হাতে?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১৯:৪৭

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সিদ্ধান্তে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে, সরকারের এমন উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি পক্ষ। তাদের যুক্তি, এনসিটি বিদেশিদের হাতে তুলে দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি তাদের মন্তব্য, দেশীয় কোনো প্রতিষ্ঠানকে দিয়ে টার্মিনালটি পরিচালিত হোক।


সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছে সাইফ পাওয়ারটেক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বন্দরের সবচেয়ে সুবিধাভোগী প্রতিষ্ঠান এটি। এখন সময় হয়েছে সুবিধাভোগী প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে সুষ্ঠু টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোনো প্রতিষ্ঠানকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া। যদিও কেউ কেউ ‘দেশীয় প্রতিষ্ঠান’-কে এটি পরিচালনার দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত’ বলে অভিযোগ করেছেন। এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাসেল আহমেদসহ একটি গোষ্ঠী। আওয়ামী লীগের দোসর হলেও তারা সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি নন!


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও